হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষে নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার সৈয়দপুর গ্রামের সোহেল মিয়ার সাথে পার্শ্ববর্তী যাত্রা বড়বাড়ি গ্রামের জুনাইদ মিয়া মেম্বারের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুইপক্ষ দেশীয় অস্ত্র্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply