হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পূবালী ব্যাংকের প্রধান শাখার এটিএম বুথ থেকে এক নিরাপত্তা রক্ষীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় আব্দুল হক নামের এই নিরাপত্তা রক্ষীর লাশ পুলিশ উদ্ধার করে। তিনি পৌরসভার উমেদনগর এলাকার মৃত আতর আলীর ছেলে। প্রায় ৬ মাস ধরে তিনি পূবালী ব্যাংকের প্রধান শাখায় কাজ করছিলেন।
পুলিশ জানায়, সকাল ৭টায় আব্দুল হক কর্মস্থলে যান। বেলা ১টার দিকে একজন গ্রাহক বুথ থেকে টাকা তুলতে এসে তার লাশ দেখতে পান। তিনি বিষয়টি পূবালী ব্যাংকের নিরাপত্তা রক্ষীকে জানালে তিনি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে খবর দেন।
পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পরে এএসপি রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, আব্দুল হকের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।
পূবালী ব্যাংক কর্তৃপক্ষ জানান, বুথ ও ব্যাংকের কোন কিছু খোয়া যায়নি।
Leave a Reply