হবিগঞ্জ প্রতিনিধি : ‘মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’-এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।
হবিগঞ্জের পুলিশ সুপার সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সিলেট বিভাগীয় সভাপতি মুনমুন আহসান, সিলেটের পুলিশ সুপার-ফিন্যান্স এন্ড ডিসিপ্লিন নূরুল ইসলাম, পুলিশ নারী কল্যাণ সমিতির জেলা সভাপতি মারুফা ইয়াসমিন ও মুখ্য বিচারিক হাকিম তানিয়া কামাল।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সহ বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন।
Leave a Reply