হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা ভাইরাস’ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের সর্তকতার সাথে কাজ করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড জাবেদ পাটোয়ারী নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন।
আইজিপি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ বাহিনীকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। কড়া নজর দিতে হবে গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে। টহল আরো জোরদার করতে হবে।
এদিকে হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে দরিদ্র ও কর্মহীন মধ্যবিত্ত পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, আইজিপির নির্দেশ হবিগঞ্জে পুলিশ বাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পুলিশকে সকলের সহযোগিতা করতে হবে।
Leave a Reply