হবিগঞ্জ প্রতিনিধি : জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্যদের কারাদণ্ডের রায় ঘোষণার পরপর হবিগঞ্জে বিএনপির সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের শায়েস্তানগর এলাকায় দুই দফায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, রায় ঘোষণার পরপরই শায়েস্তানগর পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ঘণ্টাখানেক পর আবারও শায়েস্তানগর এলাকায় পইল রোডে বিএনপি কর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পুলিশ বাঁধা দিলে বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় ছাত্রলীগও সংঘর্ষে যোগ দেয়।
বানিয়াচং উপজেলায় মিছিল বের করলে ৩ বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া শহরের অনন্তপুর এলাকায় ছাত্র শিবিরের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ও ছাত্রলীগ আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠন শহরে আনন্দ মিছিল বের করেছে।
সুনামগঞ্জ প্রতিনিধি : জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের রায়কে কেন্দ্র করে সুনামগঞ্জে টান টান উত্তেজনা ছিল। পুরো শহর জুড়ে পুলিশ, র্যা ব ও বিজিবি মোতায়েন করা হয়।
বৃহস্পতিবার ভোর থেকে শহরের আদালত চত্বর, পুরতান বাসস্টেশন, ট্রাফিক পয়েন্ট ও হোসেন বখত চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অবস্থান নেন।
অন্যদিকে খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার পর পরই জেলা বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ছাত্রদলের নেতাকর্মীরা রায়ের প্রতিবাদে মিছিল নিয়ে পুরাতন বাসস্টেশন এলাকায় আসামাত্র পুরো মিছিলটিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলেন। এ সময় মিছিলকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়।
মিছিলে নেতৃত্বে দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, জেলা সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, দেওয়ান জয়নুল জাকেরীন, আনিসুল হক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল ও অ্যাডভোকেট শেরেনূর আলী।
Leave a Reply