হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদেরকে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩২ রাউন্ড বুলেট ও ২১ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
বিএনপির নেতাকর্মীরা জানান, সারাদেশে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে জেলা কার্যালয় থেকে মিছিল নিয়ে তারা শায়েস্তানগর পয়েন্টে গেলে পুলিশ বাধা দেয়। এনিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, বিএনপি নেতাকর্মীরা প্রধান সড়কে যান চলাচল ব্যাহত করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এসময় তাদের বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। এসময় তাদের আঘাতে পুলিশের অন্তত ৮ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। কয়েকজনকে আটকও করা হয়েছে।
Leave a Reply