হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়াকে কেন্দ্র পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন, জেলা যুবলদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ সহ ২০ জন। গ্রেফতার এড়াতে আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয় থেকে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে লাঠিচার্জ করলে সংঘর্ষে বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্টগানের গুলি ছুঁড়ে।
এ সময় পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
Leave a Reply