হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মোটরসাইকেল আটকানোকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ সহ ৭ জন আহত হয়েছে।
এ সময় পুলিশের ২টি গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। থানায় ইটপাটক্ষেলও নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে এক ছাত্রলীগ কর্মীর একটি মোটরসাইলে আটক করে থানা পুলিশ। এ নিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে আরো ছাত্রলীগ কর্মী ঘটনাস্থলে পৌঁছলে তাদের মধ্যে সংঘর্ষে বেঁধে যায়। পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে সময় পুলিশের ২টি গাড়ি ভাংচুর করে ছাত্রলীগ কর্মীরা। আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তবে ছাত্রলীগের দাবি, তাদের সাথে পুলিশের কোন সংঘর্ষ হয়নি। সাধারণ ছাত্রদের সাথে সংঘর্ষ হয়েছে; কিন্তু পুলিশ এ ব্যাপারে কোন কথা বলেনি।
Leave a Reply