হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ৯ থানায় মাদক উদ্ধারে বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ১১ জন মিলিয়ে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এসময় উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ১১২ পিস ইয়াবা, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৭ লিটার দেশীয় চোলাই মদ। সেইসাথে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, সদরে ৩ জন, মাধবপুরে ১ জন, বাহুবলে ১ জন, বানিয়াচংয়ে ২ জন, শায়েস্তাগঞ্জে ১ জন, আজমিরীগঞ্জে ২ জন ও লাখাইয়ে ১ জন। তাদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন মামলার আরো ২৬ জনকে পুলিশ গ্রেফতার করে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সুপার বিধান ত্রিপুরার নির্দেশনায় হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে ডিএসবি ডিআইওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন।
Leave a Reply