হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ায়কে জিয়া চ্যারিটেবল মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে পুলিশের বাধা ডিঙ্গিয়ে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের শায়েস্তানগরে বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা মানববন্ধনের জন্যে প্রধান সড়কে উঠার সময় পুলিশ বাধার সৃষ্টি করে। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। তবে এক পর্যায়ে পুলিশের বাঁধা ডিঙ্গিয়েই মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হক ও যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ।
Leave a Reply