হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারের সাম্প্রতিক নাগরিক অভিজ্ঞতা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর আয়োজন করে। এতে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান ও বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল। সভাপতিত্ব করেন, বাপার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল।
Leave a Reply