NEWSHEAD

হবিগঞ্জে পুরনো খোয়াই নদীতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু

Published: 16. Sep. 2019 | Monday

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে পুরনো খোয়াই নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
এই উচ্ছেদ কার্যক্রমের দাবিতে দীর্ঘদিন ধরে শহরবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সহ আন্দোলনের নানা কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন জাতীয় পর্যায়ের পরিবেশবিদরা। তবে শেষপর্যন্ত জেলা প্রশাসন নদীটিকে অবৈধ দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে।
সোমবার সকাল ১১টায় মাহমুদাবাদ এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমদিন ডায়াবেটিক হাসপাতালের পেছন থেকে প্রতিবন্ধী স্কুল পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলে। তবে অভিযানের খবর পেয়ে অনেকেই নিজ উদ্যোগে নিজ নিজ স্থাপনা ভেঙ্গে ফেলেন।
উল্লেখ্য, হবিগঞ্জ শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে ১৯৭৭-৭৮ সালে মাছুলিয়া থেকে কামড়াপুর পর্যন্ত স্বেচ্ছাশ্রমে খোয়াই নদীর গতিপথ পরিবর্তন করা হয়। এরপর থেকে নদীর পুরনো অংশটি পরিত্যক্ত হয়ে পড়লে তা দখল করে এলাকার বাসিন্দারা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয় সহ বড় বড় অট্টালিকা গড়ে তুলেন।

Share Button
October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

দেশবাংলা