হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি এলাকার পুকুর থেকে নিখোঁজের একদিন পর সাজন দাশ (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সাজন দাশ শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা রবিন্দ্র দাশের ছেলে। সে হবিগঞ্জ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পুরান মুন্সেফি রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সাজন দাশের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
Leave a Reply