হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুকুরপাড় থেকে ইউনিয়ন পরিষদ মেম্বার অরুণ দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার পুকড়া গ্রামের ফারুক মিয়ার পুকুরপাড় থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। অরুণ দাশ পুকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।
পুলিশ ও অরুণ দাশের স্বজনরা জানান, মেম্বার সোমবার তার শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যান। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে তার কথাও হয়। এরপর পরিবারের সাথে আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার সকালে হাওরে কাজ করতে যাওয়ার সময় তার ভাগ্নে জগদীশ দাশ পুকুরপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply