হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার উপর হামলাকারী চোরাইপথে বিদ্যুৎ ব্যবহারকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
পিডিবির কর্মকর্তা ও কর্মচারীরা বৃহস্পতিবার দুপুর ২টায় হবিগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী কবির হোসেন, কম্পিউটার অপারেটর তাম্মান্না ফেরদৌস ও শহিদুল ইসলাম টিপু।
বক্তারা অভিযোগ করেন, পিডিবির নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে ২০১৯ সালের ৮ ডিসেম্বর রাতে নোয়াগাঁও এলাকায় শামীম সিদ্দিকের অবৈধ টমটম গ্যারেজে অভিযান চালিয়ে ১৮ লাখ ৬২ হাজার ৭৮০ টাকা জরিমানা আদায় ও চোরাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিদ্যুৎ আইনে মামলা দায়ের হলে শামীম সিদ্দিক ১৩ দিন কারাভোগ করেন। এ ঘটনার জের ধরেই বুধবার রাতে নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের উপর গ্যারেজ মালিক ও তার লোকজন হামলা চালায়।
Leave a Reply