হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় পাওনা টাকা না দেওয়ায় জাহাঙ্গীর মিয়া নামের এক রিক্সাচালক পাওনাদারের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
পুলিশ পাওনাদার সুমন মিয়াকে গ্রেফতার করেছে। তিনি আজমিরীগঞ্জ পৌরসভার নগর এলাকার আব্দুল আহাদের ছেলে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার মন্নাফ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া স্ত্রী-সন্তাদের নিয়ে অনন্তপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বছরখানেক আগে তিনি একই এলাকায় বসবাসকারী রঙমিস্ত্রি সুমন মিয়ার নিকট থেকে কিছু টাকা ধার নেন। সপ্তাহখানেক আগে সুমন মিয়া টাকা ফেরত চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সুমন মিয়া ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত জাহাঙ্গীর মিয়াকে আশেপাশের লোকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন; কিন্তু সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো মাসুক আলী জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সুমন মিয়াকে গ্রেফতার করেছে।
Leave a Reply