হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দ্বিতীয় দিনে পরিবহণ শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। এতে জেলার সকল সড়কে বন্ধ রয়েছে বাস, মিনিবাস ও ট্রাক-লরি সহ সকল প্রকার যান চলাচল। ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
সড়ক দুর্ঘটনার মামলা জামিনযোগ্য করা ও শ্রমিকের অর্থদণ্ড ৫ লাখ টাকা বাতিল সহ ৮ দফা দাবি বাস্তবায়নে রবিবার থেকে সারাদেশে এই পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী জানান, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী পরিবহণ ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Leave a Reply