বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : পবিত্র ঈদে মিলাদুন্নবীকে কটাক্ষ করায় হবিগঞ্জ শহরের এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার, ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে শহরের ঘোসাইনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শহরের টাউন হল রোড এলাকার মোহাম্মদী হার্ডওয়ার দোকানের মালিক সালেহ আহমেদ তার ফেসবুকে ঈদে মিলাদুন্নবীকে কটাক্ষ করে একটি পোস্ট দেন। এতে মুসল্লিদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ফেসবুকে অনেকে প্রতিবাদ জানাতে থাকেন।
পরদিন শুক্রবার বাদ আছর কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শহরের প্রধান সড়কে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীরা টাউন হল রোড এলাকায় গিয়ে সালেহ আহমেদের দোকান ঘেরাও করে। দোকান লক্ষ্য করে ইট-পাটকেলও ছোঁড়া হয়। খবর পেয়ে রাত ৮টার দিকে সদর মডেল থানা অফিসার ইনচার্জ নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ওসি বিক্ষুব্ধ জনতাকে আশ্বাস দেন, এক ঘণ্টার মধ্যে সালেহ আহমেদকে গ্রেফতার করা হবে। তবে আধাঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরা করে। এ সময় আটককৃত সালেহ আহমেদকে জনসম্মুখে উপস্থিত করা হলে তিনি উপস্থিত জনতার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম জানান, সালেহ আহমেদকে শনিবার আদালতের তোলা হবে।
Leave a Reply