হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রাম অভিমুখে মানুষের ঢল। তীব্র শীতকে উপেক্ষা করে এই ছুটের চলার কারণ ছিল একটাই। আর তা হলো, পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাসী মাছের মেলা, যা প্রায় দুইশ বছর ধরে বসছে।
মেলায় রবিবার ভোর থেকে দুই শতাধিক দোকানে নানান জাতের মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দূর-দূরান্ত থেকে দলে দলে মানুষ আসে মাছ কিনতে। খালিহাতে ফিরেনি কেউ। সবাই সামর্থ অনুযায়ী মাছ কিনে ঘরে ফিরে ।
মাছের মেলা উপলক্ষে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। নাইওর এসেছেন মেয়ে ও জামাই। নিমন্ত্রণ করা হয় আত্মীয়-স্বজনকেও। মেলায় ৪০ কেজি ওজনের একটি বাঘাইর মাছের দাম হাঁকা হয় ৪৫ হাজার টাকা। উমেদনগর গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুন নূর মাছটি বিক্রির জন্যে ভৈরব থেকে কিনে আনেন।
নামে মাছের মেলা হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোগ্যপণ্য, আখ এমনকি শিশুদের খেলনার দোকানও বসে।
Leave a Reply