হবিগঞ্জ প্রতিনিধি : ‘ন্যাশনাল হাইব্রিডে ফলন বেশি, চাষীর মুখে ফুটবে হাসি’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেডের উদ্যোগে বীজ ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থপনা পরিচালক কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নূরুল আমিন উসমান, কৃষিবিদ মো আশেক পারভেজ, কোম্পানির হেড অব অপারেশনস্ কৃষিবিদ খন্দকার মকবুল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুকান্ত ধর, ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেডের সিলেট অঞ্চলের এরিয়া ম্যানেজার মো সেলিম আক্তার। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিড এসোসিয়েশনের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো শফিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি মো তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এমরান মিয়া, হবিগঞ্জ জেলা বীজ ও কীটনাশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো নূরুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী সৈয়দ ইকবাল হোসেন, ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার ফারুক খান, রাজু মিয়া চৌধুরী, মনোরঞ্জন দাস ও লকুজ মিয়া।
বক্তারা বলেন, বিগত বছর হবিগঞ্জ জেলায় ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেডের জনকরাজ ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছরও বাম্পার ফলন হবে বলে সবাই আশাবাদী। গত বছর কোম্পানির ন্যাশনাল-ফোর ও জনকরাজ ধানবীজ সর্বোচ্চ বিক্রি করে জেলায় শ্রেষ্ঠ পরিবেশক হন তিন ব্যবসায়ী। এর মধ্যে প্রথম হন মের্সাস হক স্টোরের স্বত্বাধিকারী শেখ মো নূরুল হক, দ্বিতীয় হন নবীগঞ্জের আব্দুল আলী এবং তৃতীয় হন হবিগঞ্জের মো শফিকুল ইসলাম। তাদেরকে কোম্পানির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও গতবছর দেড়শ খের জমিতে জনকরাজ ও দেড়শ খের জমিতে ন্যাশনাল-ফোর হাইব্রিড ধান চাষ করে জেলায় শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পান আজমিরীগঞ্জ পৌরসভার নগর এলাকার আল-আমিন।
আর ১০ বছর ধরে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডস লিমিটেডের হাইব্রিড ধানের বীজ বিক্রি করে জেলায় শ্রেষ্ঠ পরিবেশক নির্বাচিত হন ব্যবসায়ী শেখ মো নূরুল হক।
Leave a Reply