হবিগঞ্জ প্রতিনিধি : চা শ্রমিকদের দৈনিক মুজুরি ৩০০ টাকার দাবি না মানলে দেশের সকল চা বাগান বন্ধ করে দেওয়া হবে।
ন্যায্য মুজুরির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দেওয়া হয়।
লস্করপুর ভ্যালির ২৫টি চা বাগানে একই সঙ্গে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১২০ টাকা দৈনিক মুজুরি দিয়ে এখন পরিবার নিয়ে চলা অসম্ভব। চা শ্রমিক যদি না বাঁচে তাহলে চা বাগানও বাঁচবে না।
চাঁনপুর চা বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধন সাঁওতালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল ও বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার ।
Leave a Reply