বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : পবিত্র ঈদুল আজহা বা কুবরানির ঈদ সমাগত। সামর্থবান প্রতিটি মুসলিম পরিবার প্রস্তুত পশু কুরবানি দিতে। কুরবানির হাটগুলোও জমে উঠবে খুব শিগগির। এই হাটে বিক্রির জন্যে বছরখানেক ধরে পরম যত্নে গরু-মহিষ পালন করেছেন খামারিরা। এমনকি ব্যক্তিগতভাবেও কেউ কেউ। অপেক্ষায় আছেন, কখন হাট বসতে শুরু করে। অবশ্য ইতোমধ্যে ব্যক্তিগত পর্যায়ে কিছু পশু বিক্রি হয়েও গেছে।
এবার কুরবানির হাটে দেড় শতাধিক গরু ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামে নেহার এগ্রো খামারে। ইতোমধ্যে ২০/২৫টি গরু ও মহিষ বিক্রি হয়ে গেছে বলে খামার মালিক জানিয়েছেন।
২০২১ সালে বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া নেহার এগ্রো খামার প্রতিষ্ঠা করেন। পরের বছরই তিনি দেশীয় প্রযুক্তিতে লালন পালন করা দেড় শতাধিক গরু ও মহিষ বিক্রিতে সফল হন। এবছরও তার খামারে দেড়শতাধিক গরু ও মহিষ লালন পালন করা হয়েছে। এখন পশুগুলো বাজারে বিক্রির জন্যে তাকে অপক্ষো করতে হচ্ছে।
নেহার এগ্রো খামার পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। এ সময় তিনি উদ্যোক্তাদের প্রসাংশা করেন। খামারের পরিচালক ইউপি মেম্বার তৌহিদ মিয়া জানান, বাজারে পশুখাদ্যের দাম অত্যধিক হওয়ায় এবার পশুর দাম একটু বাড়াতেই হবে।
তিনি জানান, নেহার এগ্রো খামারে সর্বোচ্চ ৫ লাখ টাকা মূল্যের মহিষ ও গরু রয়েছে। সর্বনিম্ন দাম ১ লাখ টাকা। এই দামের পশুগুলোকেই কুরবানির হাটে তোলা হবে।
Leave a Reply