হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে একটি গাছের সঙ্গে যাত্রীবাহী ম্যাক্সির ধাক্কা লেগে আবুল কালাম (২৬) নামের এক শ্রমিক নিহত এবং ৫ শ্রমিক আহত হয়েছেন।
নিহত আবুল কালাম হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তর পইল গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে একদল শ্রমিক বাস টার্মিনাল থেকে ম্যাক্সিযোগে শায়েস্তাগঞ্জে যাওয়ার পথে দরিয়াপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ম্যাক্সিটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অন্তত ৬ যাত্রী আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আবুল কালাম মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।
Leave a Reply