হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নির্মাণাধীন জুডিসিয়াল ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ইসহাক মিয়া (২৫) সিরাজগঞ্জ জেলা সদরের ইটালি এলাকার সূর্য শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন জুডিসিয়াল ভবনের ৬ষ্ঠ তলায় কাজ করার সময় দুপুর ২টার দিকে রেলিং ভেঙ্গে হঠাৎ নিচে পড়ে যান ইসহাক মিয়া। সাথে সাথে তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান উদ্দিন প্রধান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান শ্রমিক ইসহাক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply