হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কিছু সংখ্যক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কাপড় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এদিকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে ব্যবসায়ী সংগঠনের নেতারাও দোকানে দোকানে অভিযান চালাচ্ছেন।
হবিগঞ্জের ঘাটিয়া বাজার এলাকার অধিকাংশ দোকান বন্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী দোকান খুলে সামাজিক দূরত্ব বজায় না রেখেই কাপড় বিক্রি করছে।
শনিবার দুপুরে অভিযানকালে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি দুলাল সূত্রধর ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেন।
দুলাল সূত্রধর জানান, সম্মিলিতভাবে ২৫ মে পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply