হবিগঞ্জ প্রতিনিধি : ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে টাউন হল এলাকায় যায়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও বিআরটিএর ইন্সপেক্টর হাফিজুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা চালকদেরকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন।
Leave a Reply