হবিগঞ্জ প্রতিনিধি : নিম্ন মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রী ঝরেপড়া রোধ বিষয়ে আলোচনা সভা ও জিনিয়াস মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জিনিয়াস কেজি এন্ড হাই স্কুলের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ সেন্ট্রাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার পাল, প্রভাষক আব্দুল আহাদ, প্রভাষক গৌর শংকর দাশ, চন্দ্র কিশোর ভৌমিক, এডিসির পিএ শ্রীকান্ত দেব, শুক্তা দেব ও পরিচালক প্রজেশ চন্দ্র সরকার।
পরে জিনিয়াস কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
Leave a Reply