হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ হবার দুই দিন পর হাত পা-বাধা অবস্থায় ব্যবসায়ী গৌরাঙ্গ লাল দাশ চৌধুরীর (৩৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ লোকমুখে খবর পেয়ে শনিবার বিকেলে চুনারুঘাট পৌর এলাকার পূর্ব বরাইল খোয়াই নদীর মধ্যস্থান থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ চিহ্নিত করেন।
শহরের মাছুলিয়া এলাকার বাসিন্দা গৌরাঙ্গ লাল দাশ চৌধুরী দীর্ঘদিন ধরে কোর্টস্টেশন রোডে স্টেশনারি মালের ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার ভাই অ্যাডভোকেট রাজগোপাল দাশ চৌধুরী সদর থানায় সাধারণ ডায়রি করেন।
চুনারুঘাট থানার ওসি এ কে এম আজমিরুজ্জামান জানান, গৌরাঙ্গ লাল দাশ চৌধুরীকে অপরহরণ করে হত্যা করা হয়েছে।
Leave a Reply