হবিগঞ্জ প্রতিনিধি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির ও পুলিশ সুপার এম মুরাদ আলী।
এছাড়াও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ১০০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। ।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
Leave a Reply