হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নানা কর্মসূচিতে ঐতিহাসিক সাতই মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
পরে দুর্জয় হবিগঞ্জেও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পার্ঘ অর্পণ করেন
এছাড়া জেলা প্রশাসন দিনটি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
Leave a Reply