হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নবজাতক ও মায়েদেরকে প্যাড, ন্যাপি, সাবান ও মধু সহ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে দেওয়া এসব সামগ্রী রবিবার দুপুরে ৩০ জন মায়ের হাতে তুলে দেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অব পুলিশ জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যা ও পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।
এসময় জানানো হয়, সদর উপজেলার ৮টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পর্যায়ক্রমে এসব সামগ্রী দেওয়া হবে।
Leave a Reply