হবিগঞ্জ প্রতিনিধি : নদী ও জলাশয় রক্ষার দাবি জানিয়ে হবিগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে খোয়াই নদীর পাড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের চৌধুরী বাজার পয়েন্টে খোয়াই নদীতে নৌকার উপর এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা। অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও তোফাজ্জল সোহেলের পরিচালনায় এতে বক্তৃতা করেন তাহমিনা বেগম গিনি, হাবিবুর রহমান ও হারুন সিদ্দিকী।
বক্তারা পরিবেশ রক্ষায় নদী ও জলাশয় দখল ও দূষণমুক্ত রাখার দাবি জানান।
Leave a Reply