হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নজরুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন। এতে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
দণ্ডিতরা হলেন, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবারিয়া গ্রামের আব্দুল কাদির, ইব্রাহিম মিয়া, আব্দুল কাইয়ূম, ফরিদ মিয়া, সোহেল মিয়া ও ইসমাঈল মিয়া। মামলার অপর ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
২০১৪ সালের ১০ অক্টোবর রাতে আব্দুল কাদির তার ভাতিজা নজরুল ইসলামকে নিজ বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা শাহেদা বেগম বাদি হয়ে চুনারুঘাট থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Leave a Reply