হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে জরিমানা করে ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
এনএসআইর একটি দল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরতলির ধুলিয়াখাল এলাকায় এ অভিযান চালায়। এসময় আটককৃতরা হলো, একই এলাকার ফিরোজ আলীর ছেলে মিজানুর রহমান ও ছালেক মিয়ার ছেলে হারুন মিয়া এবং শায়েস্তানগর এলাকার আব্দুল গফুরের ছেলে মাসুক মিয়া। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ৩ জনকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এনএসআই হবিগঞ্জ ইউনিটের উপ পরিচালক মো আজমল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট, নিম্নমানের চা পাতা ও সরিষার তেল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসেন জানান, দণ।ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে নিম্নমানের নকল পণ্য উৎপাদন ও বিক্রি করছিল।
Leave a Reply