হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে এক বছরে আটক করা ৩ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ মো আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাজ্জাদ হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মো আশরাফুল ইসলাম ও ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এসএম আনিছুজ্জামান।
বিজিবি জানায়, গত এক বছরে হবিগঞ্জের সীমান্তিক উপজেলা মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার ১৪ বোতল ভারতীয় মদ, ৩৩০ লিটার চোলাই মদ, ৬ হাজার ৭০৩ পিস ইয়াবা, ৬ হাজার ১১৪ পিস নানা জাতের ট্যাবলেট ও গাঁজা ৯৩২ কেজি উদ্ধার করা হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক জানান, মাদক পাচারে যারা জড়িত তারা যদি সুপথে ফিরে এসে আত্মসমর্পণ করে তাহলে সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে।
প্রধান অতিথি উপাধ্যক্ষ আব্দুস শহীদ জানান, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন রয়েছে। মাদক পাচার বা বিক্রির সাথে যারা জড়িত তাদের ধরতে সকলকে সহযোগিতা করতে হবে।
Leave a Reply