হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ধানসিঁড়ি আবাসিক এলাকার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
ধানসিঁড়ি সোসাইটির সভাপতি নজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ূব আল-আনছারীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা আওয়ামী লীগ নেতা তজমুল হক চৌধুরী, অ্যাডভোকেট মহিবুর রহমান সওদাগর ও অ্যাডভোকেট মিজানুর রহমান।
প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ধানসিঁড়ি আবাসিক এলাকায় দুটি কালভার্ট সহ রাস্তা নির্মাণের আশ্বাস দেন।
Leave a Reply