হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে ধানকাটা কর্মসূচি পালিত হয়েছে।
এর অংশ হিসেবে রবিবার সকাল থেকে সংগঠনের নেতৃবৃন্দ বানিয়াচং উপজেলার উত্তর পুতারবিল হাওরে এক কৃষকের ৩ একক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
ধানকাটায় অংশ নেন, সংগঠনের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ রিপন ও সহ সভাপতি ইকবাল খন্দকার সহ অন্যরা।
সংগঠনের সভাপতি মনির হোসেন জানান, কিশোরগঞ্জ, বাগেরহাট নরসিংন্দী ও গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় ধানকাটা কর্মসূচি পালন করা হয়েছে।
Leave a Reply