বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ নামে ধর্মঘট বন্ধকরণ আইন বাতিলের দাবিতে হবিগঞ্জে সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৫ অক্টোবর বিকেলে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে স্কপ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো আওলাদ মিয়া সভাপতিত্বে ও জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো সজিব আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাইদুর রহমান, সহসভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্মসাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহসাধারণ সম্পাদক মো শাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো বেলাল মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান অলি, কোষাধ্যক্ষ আহমদ চৌধুরী সায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক মো আসাব উদ্দিন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরী সদস্য ফরিদ মিয়া, আব্দুল ওয়াহিদ, ইকবাল, সেলিম আহমেদ, কাউসার আহমেদ, গোলাপ মিয়া, মো নূরুল আমিন লালন, মুছাব্বির মিয়া, আবিদুর রহমান, মোহাম্মদ আলী, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সহসভাপতি মো আবদাল মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক জহির সিকদার, সহসাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো নাসির উদ্দীন, প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ মো সোহেল খান, কার্যকরী সদস্য সুমন মিয়া, বিলাল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন, অবিলম্বে এ আইন বাতিল না হলে সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply