হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দুর্যোগ ও জরুরি প্রস্তুতিমূলক উদ্ভাবনী ল্যাব বাংলাদেশের চূড়ান্ত ১০টি উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এসব ধারণা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উদ্ভাবকরা বলেন, উদ্ভাবনী ল্যাব স্বাস্থ্য, নির্মিত পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উদ্যোগ খাতে উদ্ভাবনী ধারণার খুঁজে ‘নিরাপদ সমাজের জন্য উদ্ভাবন’ শিরোনামে একটি ক্যাম্পেইন চালায় ২০১৭ সালের ২৫ ডিসেম্বর থেকে। এরপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয় বাছাইকৃত সেরা ১২টি উদ্ভাবনী ধারণা। এগুলো থেকে বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে চূড়ান্ত ১০টি উপস্থাপন করা হয়েছে।
উদ্ভাবনী ল্যাব ব্যবস্থাপক ডা ফুয়াদুল ইসলাম জানান, উদ্ভাবনী ল্যাব সংশ্লিষ্ট ১০ জন উদ্ভাবককে তাদের প্রকল্প বাস্তবায়নে গবেষণা ও অন্যান্য কাজের জন্য আর্থিক ও কারিগরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিয়েছে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
Leave a Reply