বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার, ২৬ আগস্ট রাত ১০টার দিকে শহরের বদিউজ্জামান সড়ক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা মির জিয়াউল হক জিয়ার ছেলে মির সান (১৮) জানান, ছাত্রদের একটি সভা শেষে তিনি ও তার সহপাঠী সাজিম (২২) আড্ডা দিচ্ছিলেন। এসময় হঠাৎ একদল দুর্বৃত্ত তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা দুজন আহত হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে তাদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণ ছাত্ররা দুজনকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান।
Leave a Reply