হবিগঞ্জ প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপস্থিত সবাই মানববন্ধনে অংশ নেন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জের উপপরিচালক মোজাম্মিল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ডা জমির আলী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুজ জাহের।
Leave a Reply