হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশন-দুদকের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে দুদক সচিব মোহাম্মদ দিলোয়ার বখত প্রধান অতিথি হিসেবে নতুন কার্যালয় উদ্বোধন করেন।
এ উপলক্ষে হবিগঞ্জ দুদক সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ সরকার।
উল্লেখ্য, গণপূর্ত বিভাগের আওতায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুতলা এ ভবনটি নির্মাণ করা হয়।
Leave a Reply