হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল হক। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন-দুদকের সিলেট বিভাগীয় পরিচালক শিরিন পারভিন। আরো বক্তব্য রাখেন দুদকের হবিগঞ্জের উপ পরিচালক খন্দকার খলিলুর রহমান, মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, হাওরের বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে লাখো মানুষ নিঃস্ব হয়ে গেছে।
Leave a Reply