হবিগঞ্জ প্রতিনিধি : ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ শুরু হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের নিমতলায় বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম পিএএ।
এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভাগের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে ২০টি স্টল স্থাপন করা হয়েছে।
এছাড়াও মেলা উপলক্ষে ডিজিটাল কুইজ প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
Leave a Reply