হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ১২ জুলাই দুর্নীতি দমন কমিশন-দুদকের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ শুনানি সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা দুদক কর্মকর্তাগণ মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে জেলা দুদকের উপ পরিচালক খোন্দকার খুলিলুর রহমান জানান, দুদক সকল সরকারি-আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বন্ধ করে জনগণের সেবা নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই গণশুনানির আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুর জাহের, সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, রোটারিয়ান মহসিন চৌধুরী, দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির ভারপ্রাপ্ত সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, দৈনিক খোয়াইর সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম সুরুজ আলী ও সাংবাদিক রহমত আলী।
Leave a Reply