হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের স্বাস্থ্যসেবায় যুক্ত হয়েছে অত্যাধুনিক দুটি অ্যাম্বুলেন্স। একটি হবিগঞ্জ আড়াইশ শয্যার আধুনিক হাসপাতালে ও অন্যটি লাখাই উপজেলা হাসপাতালে দেয়া হয়েছে।
বুধবার দুপুরে সদর-লাখাই আসনের সাংসদ জেলা অওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির সিভিল সার্জন ডা সুচিন্ত চৌধুরী ও হবিগঞ্জ আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা রতীন্দ্র চন্দ্র দেবের হাতে চাবি তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন সত্যজিৎ কুমার সাহা ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা আবু সুফিয়ান।
সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরের প্রচেষ্টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অ্যাম্বুলেন্স দুটি প্রদান করেছে।
Leave a Reply