হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দুই বীর সেনা মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বসতঘর উপহার দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ পদাতিক বিগ্রেড ঘর দুটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী ও রামনগর গ্রামে সেনা মুক্তিযোদ্ধা বরকত উল্ল্যাহ ও সেনা মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র শীলের হাতে ঘরের চাবি তুলে দেন, ৬৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সাত্তার খান। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।
ঘর দুটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা। এপর্যন্ত হবিগঞ্জ জেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১২ সেনা মুক্তিযোদ্ধাকে বসতঘর উপহার দেয়া হলো।
Leave a Reply