হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রতিবাদে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করা হয়।
বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নবীগঞ্জ কুর্শিকাপ হ্যাচারিতে দায়িত্ব পালনকালীন তার বিরুদ্ধে মৎস্য মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসক বরাবরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ দেন মৎস্যজীবী ও এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে সংবাদ প্রচার ও প্রকাশ করায় এই মৎস্য কর্মকর্তা মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বদরুল আলমের বিরুদ্ধে ১৫ মার্চ মামলা দায়ের করেন।
মানববন্ধন চলাকালে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরিফ ও অন্যারা।
বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় শাস্তির দাবি জানান।
Leave a Reply