হবিগঞ্জ প্রতিনিধি : তথ্য প্রযুক্তির যুগে ইট পাথরের শহরে নতুন প্রজন্মকে বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবিগঞ্জে দুই শূন্য শূন্য ছয় নামের সংগঠনটি এবারো বসন্তবরণ ও ঘুড়ি উৎসবের আয়োজন করে।
শনিবার বিকেলে জালাল স্টেডিয়ামে এই আনন্দ আয়োজনে আরো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উড়ানো। ফলে পুরো এলাকায় উৎসবের আমেজ জেগে উঠে।
বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংসদ আবু জাহির। সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মিজানুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও গোলাম মোস্তফা রফিক।
Leave a Reply