হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ ৫০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ সহ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রিচি গ্রামের দিদার মাস্টার ও একই গ্রামের সমছু মিয়ার লোকজনের মধ্যে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইয়াছিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply